বিশ্ববিখ্যাত ও দক্ষিণ ভারতের অন্যতম বেস্ট হসপিটাল বেঙ্গালোরের নারায়ানা হসপিটালে কিভাবে ও কি পদ্ধতিতে ডক্টর দেখাবেন

বিশ্ব বিখ্যাত এই হসপিটালে সমস্ত মানুষ যান ডক্টর দেখাতে। কিন্তু প্রিপারেশনের অভাবে পদে পদে ভোগান্তি পেতে হয়। যারা নতুন তারা অনেকেই জানেন না যে ডাঃদেবী শেঠি সরাসরি রোগী দেখেন না। হাসপাতালের একজন কার্ডিওলোজিস্ট প্রথমে দেখেন, তারপর তিনি রোগীর অবস্থা বুঝে ডাঃদেবী শেঠির কাছে পাঠান। এই রকম একজন কার্ডিওলোজিস্ট, বাংলা ভাষা জানার কারনে এবং খুব বন্ধুত্বপুর্ন আচরনের কারনে যিনি বাংগালীর কাছে বেশ জনপ্রিয় তিনি ডাঃ বি কে মাহালা। কিন্তু ওনার সিরিয়াল পাওয়াও খুব কস্টকর। তবে বিভিন্ন দেশ থেকে সিরিয়াল নিয়ে তারপর যাওয়ার টিকেট কাটলে হয়রানী, সময় ও অর্থ সবই সেভ হবে।

বিশ্ববিখ্যাত ও দক্ষিণ ভারতের অন্যতম বেস্ট হসপিটাল বেঙ্গালোরের নারায়ানা হসপিটালে কিভাবে ও কি পদ্ধতিতে ডক্টর দেখাবেন
বিশ্ব বিখ্যাত এই হসপিটালে সমস্ত মানুষ যান ডক্টর দেখাতে। কিন্তু প্রিপারেশনের অভাবে পদে পদে ভোগান্তি পেতে হয়।
যারা নতুন তারা অনেকেই জানেন না যে ডাঃদেবী শেঠি সরাসরি রোগী দেখেন না। হাসপাতালের একজন কার্ডিওলোজিস্ট প্রথমে দেখেন, তারপর তিনি রোগীর অবস্থা বুঝে ডাঃদেবী শেঠির কাছে পাঠান।
এই রকম একজন কার্ডিওলোজিস্ট, বাংলা ভাষা জানার কারনে এবং খুব বন্ধুত্বপুর্ন আচরনের কারনে যিনি বাংগালীর কাছে বেশ জনপ্রিয় তিনি ডাঃ বি কে মাহালা। কিন্তু ওনার সিরিয়াল পাওয়াও খুব কস্টকর। তবে বিভিন্ন দেশ থেকে সিরিয়াল নিয়ে তারপর যাওয়ার টিকেট কাটলে হয়রানী, সময় ও অর্থ সবই সেভ হবে।
⚕️১। প্রথমে আসি কি ভিসা নিবেন- টুরিস্ট না মেডিকেল ভিসা? যেহেতু ডাক্তার দেখাবেন সে ক্ষেত্রে মেডিকেল ভিসা নেয়াটাই ভালো। টুরিস্ট ভিসা নিয়ে ডাক্তার দেখানোর কথা বললে ইমিগ্রেশন অফিসার মাঝে মাঝে ঝামেলা করতে পারে। তবে টুরিস্ট ভিসা দিয়ে আউটডোর ডাক্তার দেখানো যাবে। মেডিকেল ভিসার জন্য
হসপিটাল ইনভাইটেশন লাগে যা ফ্রি তে পেয়ে যাবেন হাস্পাতালের এই সাইটে https://www.narayanahealth.org/
⚕️২। কিভাবে ডাক্তার সিরিয়াল নিবেনঃ আপনার মোবাইলে নিচের NH Care এপ্সটি ডাউনলোড করে ডাক্তার সিরিয়াল নিন। তারপর যাওয়ার টিকেট কাটুন। https://play.google.com/store/apps/details...
⚕️৩। কিসে যাবো, বাই রোড নাকি এয়ার? রোগীর শাররিক ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে। বাই রোডে বেনাপোল হয়ে কলকাতা থেকে ট্রেন বা এ এয়ার এ যাওয়া যায়। অনেক আগে থেকে টিকিট কাটতে হয়।
৪। কি কি টেস্ট করালে এখানে আর করতে হয় না?
সাধারণত নীচের কমন টেস্ট গুলো ভালো ডায়াগনস্টিক থেকে করে নিয়ে গেলে সময় ও টাকা দুটোই বাঁচবে।
1. ECG
2. CBC
3. Fasting Blood Glucose
4. Serum Creatinine
5.Lipid Profile
6. HbA1c
7. Lipid profile
8. Urine
9. Echo (If local doctor suggest)
রিপোর্টগুলোর বয়স যাতে ৭ দিনের বেশী না হয়।
৫। গিয়ে কোথায় উঠবেন ? এমনিতে নারায়না হসপিটালের নিজেদের ইন্টারন্যাশনাল ডরমেটরী আছে যা বেশ ব্যয় সাপেক্ষ। তবে এবার গিয়ে দেখলাম তারা Guest house corner খুলেছে। নামঃ Narayana Studio Apartment. Phone: (+91080 27835273/ +91 9945051574/+919902236224. এছাড়া বাংলাদেশীরা যেসব হোটেলে বেশী উঠে যেমনঃ Orchid Home (+919886971510), Dreamz Lodge (+918147700900) Dreamz Luxury (+919071700900) ইত্যাদি। হোটেল ভাড়া ৬০০ থেকে ১২০০ রুপির মধ্যে। যেকোনো দেশ থেকে Whats App এ নক দিলে ওরা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার গাড়ি পাঠিয়ে দিবে। এতে অনেক রাতে যারা নামেন তাদের ভোগান্তি কম হয়। এয়ারপোর্ট থেকে হোটেল ভাড়া ১৫০০-১৬০০ রুপি।
৬। ডলার নেয়া ভালো নাকি রুপি নাকি কার্ড? নারায়না হাসপাতালে কিছু কিছু টেস্ট যেমন এঞ্জিওগ্রাম, রিং বাইপাস এসবের জন্য ডলারে পেমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে ডলার বা কার্ড রাখতে হবে। এছাড়া অন্য সব জায়গায় রুপির প্রচলন তাই দেশ থেকে রুপি নেয়া ভালো। যদিও ওখানে গিয়ে টাকা সর্ট পড়লে দেশ থেকে বিকাশ বা রকেট করা যায় এজেন্ট এর মাধ্যমে। এই ধরনের একজন মানি এক্সজেঞ্জার মি রঞ্জন +917975095316.
৭। প্রথমদিন হাসপাতালে যাওয়ার পর নিম্নের জিনিসগুলো না থাকলে বিপদে পড়বেন ঃ
ক) যে হোটেলে উঠেছেন তাঁর বুকিং রিসিপ্ট এর ফটোকপি
খ) পাস্ পোর্টের কপি
গ) ভিসার কপি
ঘ) পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রাশন সিলের কপি। একদম নতুন রোগী হলে হাসপাতালে গিয়ে একটা ফর্ম পুরন করতে হবে। সকাল ৮ টা থেকে হাসপাতালের কার্যক্রম শুরু তাই সকাল সকাল যেতে হবে।
৮। হাসপাতালের ডেস্ক থেকে ভেরিফিকেশনের পর আপনার ডাক্তারের সেক্রেটারীর সাথে দেখা করে সিরিয়াল কনফার্ম করে কন্সাল্টেশন ফি জমা দিতে হবে। ডাক্তার মাহালার ফি ৯০০ রুপি। তারপর সেক্রেটারীকে ফাইল জমা দিয়ে অপেক্ষার পালা। রোগীর সমস্যাগুলো আগে থেকে লিখা থাকলে ডাক্তারের সাথে কথা বলতে সুবিধা হয়। ডাক্তাররা অনেক সময় নিয়ে রোগী দেখেন। অনেকে ডাক্তারের রুম থেকে বের হয়ে নিজেকে বেশ সুস্থ ভাবেন।
যাই হোক এই লিখার উদ্দেশ্য আপনি নিজে নিজেই সব প্রসেস করতে পারবেন ।
আপনাদের কাছে অনুরোধ রাখলাম সবাইকে জানাবেন যাতে একটা প্রাণ বাঁচানো যায় এবং মানবসমাজ যেনো দিশেহারা না হয়ে পরে। মানবকল্যাণ এর জন্য এই কথাগুলো সবার কাছে জানানোর অনুরোধ রাখলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow